২০০ গরিব দিনমজুরকে ৭ দিনের খাবার দিল পশ্চিম মেদিনীপুর জেলা ও নারায়ণগড় থানার পুলিশ প্রশাসন

আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ মার্চ: গরিব দিনমজুরদের সাহায্য করতে এগিয়ে এল পশ্চিম মেদিনীপুরের জেলা ও নারায়ণগড় থানার পুলিশ প্রশাসন। দেশজুড়ে শুরু হওয়ায় দোকানপাট খোলা নেই বললেই চলে। বন্ধ কল-কারখানা থেকে শুরু করে সমস্ত শপিং মল, স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠান। বন্ধ  দিনমজুরের কাজ। তাই বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের সহায়তায় নারায়ণগড় থানা এলাকার পারুলিয়াতে লোধা সম্প্রদায়ের ৩০টি দিনমজুর   পরিবারের ২০০ জনের হাতে প্রাথমিক পর্যায়ে সাত দিনের জন্য ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১লিটার তেল, ৩ কেজি আলু, ১কেজি পেঁয়াজ ও একটি করে ডেটল সাবান তুলে দেওয়া হয়। লোধা, শবর পরিবারগুলির সাহায্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রণব সেনাপতি, থানা এরিয়ার সার্কেল ইনস্পেক্টর মৃত্যুঞ্জয় ব্যানার্জি, খড়গপুর এসডিপিও সুকোমল কান্তি দাস সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক  আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *