এনএসএস–এর শিবিরে সফল অংশগ্রহণ পশ্চিমবঙ্গের

ছবিতে শিবিরের উদ্বোধন মুহূর্তে দূর্গ এলাকার সংসদ বিজয় বাঘেল, মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ের ক্ষেত্রীয় নির্দেশক অশোক কুমার শ্রতি, হেমচন্দ যাদব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণা পল্টা ও রেজিস্ট্রার ভূপেন্দ্র কুলদীপ এবং এনএসএস কোঅর্ডিনেটর আর পি আগরওয়াল।

আমাদের ভারত, ১১ জানুয়ারি: ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের তরফে ছত্রিশগড়ে জাতীয় একতা শিবিরের আয়োজন হল। রাজনন্দগাঁও জেলার সোমনি গ্রামের স্বামী আত্মানন্দ ইংলিশ মিডিয়াম মডেল কলেজে (হেমচাঁদ যাদব বিশ্ববিদ্যালয়, দুর্গ) ২-৮ জানুয়ারি এই শিবির হয়। এতে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা।

পশ্চিমবঙ্গের তিনটি বিশ্ববিদ্যালয় এই শিবিরে অংশগ্রহণ করার সুযোগ পায়। বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির তরফে বিপ্লব ঘোষ ও অনহিতি নস্কর অংশগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে অংশ নেন মেহেদুদ হাসান, ঋত্বিক সিং, নেহা সারকি, শ্রীময়ী নাহা ও কোমল চুরিওয়াল এবং রাজ্য প্রাণিবিজ্ঞান ও মৎস্য বিশ্ববিদ্যালয়ের তরফে কৃষ্ণেন্দু সিংহ রায়।

এই শিবিরে পশ্চিমবঙ্গের প্রোগ্রাম অফিসার হিসেবে দায়িত্ব পান কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা অনুসৃতা মন্ডল। শিবিরে অংশগ্রহণের অভিজ্ঞতা প্রসঙ্গে বিপ্লব ঘোষ বলেন, “এই শিবিরে অংশ নিয়ে অনেক কিছু শিখলাম। এখানে নিয়ম মেনে সব কিছু করতে হয়। সব ক্ষেত্রেই সময় বেঁধে দেওয়া থাকে। ভোর পাঁচটা থেকে রাত দশটা অবধি একদম নির্ধারিত সময়সীমা। ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে রাত দশটায় ঘুমাতে যাওয়া পর্যন্ত সমস্ত কিছুই অত্যন্ত কড়াভাবে নিয়ম মেনে করা হয়। কোনও ছাড় নেই।”

বিপ্লবের কথায়, “মোট ১৫টি রাজ্য থেকে এনএসএস স্বেচ্ছাসেবীরা এসেছিলেন। এই শিবিরে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমার বিশ্ববিদ্যালয়ের এনএসএস কোঅর্ডিনেটর এবং বিভাগীয় প্রধান বিশ্বজিৎ বালা এবং পশ্চিমবঙ্গ রাজ্য ক্ষেত্রীয় নির্দেশক বিনয় কুমার অগ্রণী ভূমিকা নেন। এটি সারা জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *