আমাদের ভারত, ১৭ নভেম্বর: ধর্মনিরপেক্ষ ভারতে বাংলার হিন্দুরা দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙায় হিন্দুদের বাড়িতে উন্মত্ত মুসলিম জনতার হামলার ঘটনায় প্রতিক্রিয়ায় দিতে গিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। মুর্শিদাবাদ জেলায় প্রতি বছর নিয়ম করে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটতে থাকায় তিনি বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীদের দ্বারা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাস বদলকেই দায়ী করেছেন।
বেলডাঙার ঘটনার প্রেক্ষিতে অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, “পশ্চিমবঙ্গ আর মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে নেই। ধর্মনিরপেক্ষ ভারতে পশ্চিমবঙ্গে হিন্দুরা দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল জনবিন্যাস পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে। বেলডাঙ্গার পরিস্থিতি ক্রমাগত উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।”
মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনায় সুকান্ত মজুমদার আগেই বলেছেন, বাংলাদেশের কায়দায় হিন্দু নিধনযজ্ঞ চলছে। একই মন্তব্য করেছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক পুজোকে কেন্দ্র করে, হিন্দুদের আক্রমণ করা হলো। পুলিশ নিরব দর্শক। প্রতি পুজোর সময় একই ঘটনা। এই রাজ্য হিন্দুদের বদ্ধভূমি হয়ে উঠছে। নিজের ভোট ব্যাঙ্কের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় হাত গুটিয়ে বসে থাকবেন।”