আমাদের ভারত, ১৬ নভেম্বর: জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে হাসপাতালের অধ্যক্ষের কাছে আর্জি জানানো হলো, যেন চেস্ট মেডিসিন বিভাগের নাম পাল্টে ‘অভয়া ওয়ার্ড’ রাখা হয়।
গত ৯ অগস্ট হাসপাতালের সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। মতের অমিল হলেও নির্যাতিতার বিচারের দাবিতে এক অবস্থানে ‘জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ ও ‘জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন’। নিহত চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামেই ওয়ার্ডের নামকরণ চায় জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন।
সংগঠনের তরফে প্রতিনিধিরা শনিবার অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তাররা জানান, ‘হাসপাতালের মধ্যে যে দুঃখজনক ঘটনা ঘটে গেছে, মানুষের সেবা করতে গিয়ে যে ঘটনা তাঁর সঙ্গে ঘটেছে তাতে আমরা মর্মাহত। যে কারণে আমরা মনে করছি ওই ওয়ার্ডের নাম বদলে যদি ‘অভয়া ওয়ার্ড’ করা যায়।’
তাঁরা বলেন, ‘এই দাবি নিয়ে আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু উনি অফিসে ছিলেন না। আমরা চাই এটা আলোচনার মাধ্যমে যদি কার্যকর করা যায়। পরদিন যেদিন স্যার থাকবেন ওই দিন আবার আমরা এই দাবিপত্র জমা দেব।’
প্রসঙ্গত, ওয়ার্ডের নাম পরিবর্তন, টাস্ক ফোর্সে সংগঠনের প্রতিনিধি রাখা-সহ মোট ন’টি দাবি নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকেও চিঠি পাঠিয়েছেন তাঁরা।