পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: ১ বৈশাখের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনুযায়ী সারা রাজ্যে তৃণমূলের তরফ থেকে পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বসন্তপুরে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করলো তৃণমূল নেতা- কর্মীরা।
উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি সহ একাধিক তৃণমূল নেতা কর্মীরা। এর পাশাপাশি এদিন বসন্তপুর থেকে জামানা, বারবেটিয়া পর্যন্ত ঢালাই রাস্তার শিলান্যাস করেন বিধায়ক অজিত মাইতি।