সুস্থতা ৯৩ শতাংশ! ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৩৫০৭, সুস্থ ৩৫৩৭, মৃত ৫২

রাজেন রায়, কলকাতা, ২৬ নভেম্বর: সংক্রমণ কমলেও রাজ্যে ধীরে ধীরে কমছে সুস্থদের সংখ্যাও। যদিও রাজ্যের সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৩.০১ শতাংশে। রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের হদিশ ৩৫০৭ জনের, সুস্থ হয়েছেন ৩৫৩৭ জন আর মৃত্যু হয়েছে ৫২ জনের।

বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘন্টায় ৩৫০৭ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬৭০৪৯৮ জন। এদিন আরও ৫২ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ৮২২৪ জনের। ২৪ ঘন্টায় আরও ৩৫৩৭ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ৪৩৭৬০৪ জন। এদিনও ফের হাসপাতালে রোগীর সংখ্যা কমে গিয়েছে ৮২ জন। এই মুহূর্তে রাজ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৪৬৭০ জন।

এখনও পর্যন্ত রাজ্যের ৯৫ টি ল্যাবে মোট করোনা টেস্ট করা হল ৫৬৯৯২৩৭ জনের। যার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৪৭১৩ জনের। রাজ্যের ১০১ টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল, ৪৪ টি সরকারি এবং ৫৭ টি বেসরকারি হাসপাতালে মোট ১৩৫০৮ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ১৮০৯ জনের। ভেন্টিলেটর রয়েছে ১০৯০ টি। তার মধ্যে মাত্র ২৭.৯৮ শতাংশ বেডে রোগী ভর্তি আছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯০৫৩৭ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৯৪২৩১৯ জনকে। রাজ্যের ২০০ টি সেফ হোমে ১১৫০৭ টি বেড রয়েছে এবং তাতে ৯০০ জন রোগী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *