আমাদের ভারত, আরামবাগ, ২৫ ফেব্রুয়ারি: ভুল করে ডাক্তারের জুতো পরে বাড়ি চলে যাওয়ার অপরাধে এক রোগীর ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। আহত ওই যুবকের নাম তন্ময় সামন্ত। আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি। মারধরের অভিযোগ ওঠে আরামবাগ পল্লীশ্রীর এক নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে।
জানা গেছে, ক’দিন আগে তন্ময় সমন্তর দাদা অসুস্থ হয়ে ওই নার্সিংহোমে ভর্তি ছিলেন। সোমবার বিকেলে তাঁর অপারেশন হয়। এরপর তন্ময়বাবু ভুলবশত নিজের জুতো না পরে ডাক্তারের জুতো পরে বাড়ি চলে যান। তন্ময়বাবুর বাড়ি আরামবাগ থানার পিরিজপুর এলাকায়। মঙ্গলবার সকালে নার্সিংহোমের গাড়ি ভর্তি লোক পিরিজপুরে তাঁদের বাড়ি যায়। এরপর জোরকরে তাঁকে তুলে এনে নার্সিংহোম চত্বরে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। আহত তন্ময়বাবুকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় রোগীর আত্মীয়রা আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। এ বিষয়ে নার্সিংহোমে কর্তৃপক্ষের কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি।