জল ছাড়ল ঝাড়খন্ডের গালুডি ব্যারেজ, জলস্তর বাড়ছে সুবর্ণরেখার

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ মে:
ঘূর্ণিঝড় যস বাংলা এবং ওড়িশা উপকূলবর্তী এলাকায় প্রবল তান্ডব চালানোর পর বৃহস্পতিবার গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের উপর অবস্থান করছে। নিম্নচাপের কারণে এদিন সকাল থেকে ঝাড়খন্ডের একাধিক জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি যা চলবে আগামী এক দুদিন ধরে। ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির ফলে গালুডি ব্যারেজের সুরক্ষার কথা ভেবে বৃহস্পতিবার বিকাল থেকে গালুডি ব্যারেজ কর্তৃপক্ষ জল ছাড়তে শুরু করেছে।

সুত্র মারফত জানা গেছে, এদিন রাত দশটার মধ্যে গালুডি থেকে দফায় দফায় ৩ লক্ষ কিউসেক জল ছাড়া হবে। ব্যারেজের জল ছাড়ার কারণে স্বাভাবিক ভাবেই সুবর্ণরেখা নদীর জল অনেকটাই বাড়বে। নিচু এলাকাগুলি কোথাও কোথাও প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নদীর জলস্তর বাড়ার আগে নদী তীরবর্তী এলাকার মানুষকে এদিন বিকাল থেকে সতর্ক করতে শুরু করে দিয়েছে ঝাড়গ্ৰাম জেলার সুবর্ণরেখা নদী তীরবর্তী ব্লক গোপীবল্লভপুর ১ ও ২ সাঁকরাইল এবং নয়াগ্ৰাম ব্লক প্রশাসন। এদিন মাইকিং করে মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সঙ্গে প্লাবন হলে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *