ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে সতর্কতা, ২৮ মার্চ পর্যন্ত ছুটি বাতিল

আমাদের ভারত, ১৬ মার্চ: আসন্ন ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে সমস্ত জেলায় বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে সতর্কতা নিচ্ছে বিদ্যুৎ দফতর। ২৮শে পর্যন্ত বিভাগীয় কর্মীদের ছুটি বাতিলের কথা ঘোষণা করা হয়েছে।

মন্ত্রী জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সমগ্র রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে সে বিষয় নিয়ে প্রস্তুত থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য দফতরের সমস্ত কর্মীরা যেন সতর্ক থাকেন। একই সঙ্গে আগামী ২৮শে মার্চ পর্যন্ত বিদ্যুৎ দফতরের সমস্ত কর্মীদের সব রকমের ছুটি বাতিল করা হয়েছে।

বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার চেয়ারম্যান শান্তনু বসু ও বিদ্যুৎ দফতরের অন্যান্য উচ্চপদস্থ অধিকর্তারা।

মন্ত্রী জানান, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ১৫ মার্চ সন্ধ্যায় ঝড় ও শিলাবৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে প্রায় ১০০টি পোল ভেঙ্গেছে, প্রায় আড়াইশো জায়গায় লাইনে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। বজ্রপাতে ইনসুলেটর নষ্ট হয়েছে বহু জায়গায়।

যুদ্ধকালীন তৎপরতায় তিনশোর অধিক বিদ্যুৎকর্মী ও অফিসার কাজ করে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করেন। একই সঙ্গে মন্ত্রী এই পাঁচ জেলার বিদ্যুৎ দফতরের অধিকর্তা ও কর্মীদের ধন্যবাদ জানান যুদ্ধকালীন তৎপরতায় এই বিপর্যয় রুখে দেওয়ার জন্য। বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুমের ফোন নম্বর
৮৯০০৭৯৩৫০৩/ ৮৯০০৭৯৩৫০৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *