Jangipur, Waqf bill, ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে ব্যাপক বিক্ষোভ ও পুলিশের গাড়িতে আগুন, ছোড়া হলো কাঁদানে গ্যাস, চলল লাঠিচার্জ

আমাদের ভারত , ৮ এপ্রিল: ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে জঙ্গিপুরের উমরপুর সংলগ্ন বাণীপুরে জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়ি। এই বিল প্রতারের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। তাতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খন্ড যুদ্ধ বেধে যায়।

ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার মিছিল বের হয় উমরপুর লাগোয়া বাণীপুর এলাকায়। বিল প্রত্যাহার না হলে আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তারা। আচমকাই বিক্ষোভকারীরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে যায়, তখন পুলিশ বাধা দিলে পুলিশের উপর চড়াও হয় বিক্ষুব্ধ জনতা। পুলিশকে দেখে ইট ছুড়তে শুরু করে। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের দুটো গাড়ি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের সেল ছোঁড়ে।

লোকসভায় ওয়াকফ বিল পাস হবার পর থেকে সেই বিল প্রত্যাহারের দাবিতে মিছিল চলছে বিভিন্ন জায়গায়। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে পথ অবরোধ হয়েছে। আর তাকে ঘিরে রণক্ষেত্র রূপ নিয়েছে এলাকা।

এর আগে সোমবার মুর্শিদাবাদ জেলার সুতির নিমতিতা স্টেশনে দীর্ঘক্ষণ রেল অবরোধ করা হয় একই দাবিতে। অবরোধকারীদের সরাতে আরপিএফ লাঠিচার্জ করে। সেই সময় আরপিএফ- এর সঙ্গেও নিমতিতা স্টেশনে অবরোধকারীদের সংঘর্ষ বাধে। টানা পাঁচ ঘন্টা রেল অবরোধের কারণে দূরপাল্লা সহ একাধিক লোকাল ট্রেনও আটকে যায় নিমতিতা সহ বিভিন্ন স্টেশনে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে এই আইন বাতিলের দাবিতে আন্দোলন সংঘটিত হতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *