আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ এপ্রিল: জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীদের দাবিদাওয়া মিটিয়ে দিয়ে বাজারের জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে রেলের তরফে। নতুন করে বাজারে প্রবেশের বাড়তি ১০ ফুট রাস্তার জায়গা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। স্টেশন বাজারের ব্যবসায়ী সংগঠনের বাড়তি দশ ফুট জায়গার দাবি নিয়ে মঙ্গলবার বৈঠকে বসলো রেল কর্তৃপক্ষ। বাড়তি দশ ফুট জায়গার দাবি মেনে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
এতদিন জায়গার সমস্যার জন্য পুরোদমে কাজ শুরু হয়নি। এদিকে টেন্ডার, মাস্টার প্ল্যান করা হয়ে গিয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে দাবি রেল কর্তৃপক্ষের। রেলের তরফে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হবে। কিন্তু জায়গায় সমস্যা থাকায় কাজ শুরু হচ্ছিল না। সমস্যা মিটতেই দ্রুত কাজ শুরু হবে বলে দাবি রেল কর্তৃপক্ষের।
অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি টাউন স্টেশনের পরিকাঠামোর উন্নয়ন ছাড়াও একাধিক কাজ শুরু হয়েছে। যার মধ্যে স্টেশনের পাশে রেলের জমিতে থাকা বাজার সরিয়ে সেখানে মার্কেট কমপ্লেক্স তৈরীর বিষয়টিও আছে। ইতিমধ্যে স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলে বাজার সরিয়ে জায়গা ফাঁকা করা হয়েছে। সেই সঙ্গে সমিতির দাবি অনুসারে তাদের জায়গাও দেওয়া হয়েছে। রেলের পক্ষ থেকে এদিনের বৈঠকের পর জানানো হয়েছে, প্রাথমিক কাজ শেষ। দ্রুত কাজ শুরু হবে।
যাত্রী সাচ্ছন্দ্য কমিটির সদস্য পার্থ রায় বলেন, “দশ ফুটের জায়গা নিয়ে সমস্যা রয়েছে। এই কারণে এদিন রেল দফতরে তরফে সরেজমিনে এলাকা পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের সুবিধার্থে সমস্যা দ্রুত মিটিয়ে কাজ শুরু হবে। রানীনগর স্টেশনের পাশের রাস্তার জায়গা পরিদর্শন করা হয়।”
স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক যোগীন্দ্রর দাস বলেন, “আমাদের দশ ফুটের জায়গা হলে সবাই ব্যবসা করতে পারবে। এই কারণে বাজারে প্রবেশের মুখের দশ ফুট জায়গার দাবি করা হয়েছে রেলের কাছে। আশাকরি দ্রুত সমস্যা মিটবে।”