হজরত মহম্মদকে অসম্মান করলেই দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হবে, দেওয়াল লিখনে হুমকি

আমাদের ভারত, ২৯ নভেম্বর: ফ্রান্সের ঘটনার ছায়া এবার কর্নাটকের ম্যাঙ্গালুরুতে। দিন তিনেক আগেই লস্কর-ই-তৈবা সমর্থনের দেওয়াল লিখন হয়েছিল সেখানে। রবিবার আবার এক উস্কানিমূলক দেওয়াল লিখন দেখা গেল সেখানে। এবার একেবারে মাথা কাটার হুমকি দেওয়া হয়েছে দেওয়াল লিখনে।

ম্যাঙ্গালুরুর পুরনো একটি পুলিশ আউটপোস্টের দেওয়ালে এই হুমকি দেওয়া হয়েছে। ইংরেজি হরফে উর্দু উচ্চারণে লেখা হয়েছে এই বার্তা। লেখা হয়েছে “গুস্তাক এ রাসুল কি একহি সাজা, সর তন সে জুদা”। অর্থাৎ পয়গম্বর বা হজরত মহম্মদকে অসম্মানের একটাই শাস্তি, দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হবে।

কে বা কারা এ দেওয়াল লিখেছে তা এখনোও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে শনিবার রাতেই এটি লেখা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, হজরত মহম্মদের কার্টুন আঁকা নিয়ে ফ্রান্সে গত মাসেই বিরাট ঝড় বয়ে গেছে। এক শিক্ষককে প্রকাশ্যে মাথা কেটে হত্যা করেছে দুষ্কৃতী। এমনকি তারপরেও একাধিক হামলার ঘটনা ঘটেছে সেখানে। এই সন্ত্রাসি হামলা গুলির পেছনে আই এস আই এসের হাতের থাকার আশঙ্কা করা হয়েছে। এবার প্রায় একই কায়দায় হামলার হুমকি দেওয়া হল কর্নাটকের ম্যাঙ্গালুরুতেও।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে পুলিশও। দিন তিনেক আগে লস্কর-ই-তৈবার সমর্থনে দেওয়াল লিখন দেখা গিয়েছিল কর্নাটকের ম্যাঙ্গালুরুতে। বড় রাস্তার উপরে এক সার্কিট হাউসে পাঁচিলে দেওয়াল লিখন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেখানে লেখা হয়েছিল,”আমাদের বাধ্য করবেন না সঙ্ঘীদের মোকাবিলা করার জন্য লস্কর-ই-তৈবা ও তালিবান কে আমন্ত্রণ জানাতে”। একইসঙ্গে লস্কর এ তৈবা জিন্দাবাদও লেখা হয়েছিল সেখানে। এখানে সঙ্ঘী বলতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক তথা আরএসএস এর কথা বলা হয়েছে। এই দেওয়াল লিখনের পর রবিবার আবার মাথা কাটার হুমকি দিয়ে দেওয়াল লেখায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *