আমাদের ভারত, ২৯ নভেম্বর:হায়দ্রাবাদ পুরসভার ভোট প্রচারে গিয়ে রীতিমত ঝড় তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মন্দির দর্শন, মেগা রোড শো তিনি। এদিন নাম না করে হায়দ্রাবাদের নিজাম সংস্কৃতিকেও কটাক্ষ করেন শাহ। একই সঙ্গে মিমের উদ্দেশ্যে তাঁর হুঙ্কার, বিরোধিতা করে চিৎকার বন্ধ করুন, রোহিঙ্গা বাংলাদেশীদের দেশছাড়া করেই ছাড়ব।
এদিন অমিত শাহ হায়দ্রাবাদের ভাগ্যলক্ষী মন্দিরে যান। এখানে পূজো দেওয়ার পর তিনি সেকেন্দ্রাবাদে রোড শো করেন। সেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির জন্য হায়দ্রাবাদবাসীকে ধন্যবাদ জানান তিনি। বিকেলের সাংবাদিক বৈঠকে আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন বিজেপি হায়দ্রাবাদে নিজেদের ভোট কিংবা আসন বাড়ানোর জন্য লড়ছে না। এই শহরে এবার বিজেপির মেয়র হবে।
হায়দ্রাবাদের বিশ্বমানের আইটি হাব গড়ার প্রতিশ্রুতি তিনি বলেন, কংগ্রেসের আমলে দুর্নীতির জন্য হায়দ্রাবাদের উন্নয়ন থমকে রয়েছে। বিজেপি হায়দ্রাবাদে পরিবার তন্ত্র থেকে মুক্ত করবে। কোনরকম তুষ্টিকরণ চলবে না। একইসঙ্গে তার ঘোষণা হায়দ্রাবাদের নিজাম সংস্কৃতি থেকে মুক্ত হবে।
ওল্ড হায়দ্রাবাদের রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশীদের বসবাস নিয়ে বিজেপি ও মিমের মধ্যে চলছে বাকযুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরেই। ওয়েসিস দাবি করেছেন, হায়দ্রাবাদে যদি রোহিঙ্গা বাংলাদেশি থেকেই থাকে তাহলে তার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। সব জেনেও থ কেন ব্যবস্থা নিচ্ছেন না তিনি বলে প্রশ্ন তোলেন ওয়েসিস। মিম নেতার সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে তিনি পাল্টা আক্রমণ করেন। শাহ বলেন, ” যখনই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায় আপনারাই সংসদে হট্টগোল করেন। এদের হয়ে পাল্টা গলা ফাটান। সাহস থাকলে লিখিত দিন। এদের দেশছাড়া করেই ছাড়বো।”
১ ডিসেম্বর হায়দ্রাবাদ পুরনিগমের ১৫০ আসনে নির্বাচন। গতবার সেখানে তেলেঙ্গানা শাসক টি আরএস ৯৯টি আসাদউদ্দিন ওয়েসিসের ৪৪ টিআসন পেয়েছিল। বিজেপি টিডিপি জোট পেয়েছিল মাত্র ৪টি আসন। দুটি আসন পেয়েছিল কংগ্রেস। কিন্তু এবারের ছবি পাল্টেছে। পুরো নিগম দখল করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। হায়দ্রাবাদ পুরসভার দখল করতে বিজেপির শীর্ষস্থানে সব নেতাই প্রচার সেরেছেন হায়দ্রাবাদে। শেষবেলায় প্রচার সারলেন বিজেপির চাণক্য অমিত শাহ।