আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ জুন: সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু কাজ দেওয়া হয়নি জলপাইগুড়ি ভিপিআরপি (ভিলেজ প্রভারর্টি রিডাকশন প্ল্যান) মহিলাদের বলে অভিযোগ। এর প্রতিবাদে আন্দোলনে নামলেন জলপাইগুড়ির বিভিন্ন গ্রাম ও পঞ্চায়েত বুথের ভিপিআরপি মহিলারা।

সোমবার কাজ ও বেতনের দাবি তুলে জেলা পরিষদে বিক্ষোভ দেখালেন মহিলারা। ভিপিআরপি মহিলাদের দাবি, গত বছর সেপ্টেম্বর মাসে সদর বিডিও অফিসে তাদের সকলকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং কাজে নিযুক্ত করা হয়েছিল। প্রথমে জানানো হয় খাতায় কলমে কাজ হবে পরে মোবাইলে অন লাইনে কাজ করতে হবে বলা হয়। এই কারণে মহিলারা মোবাইল কিনেছেন কিন্তু কাজ নেই। ছাগল, গরু বিক্রি করে ও ঋণ করে মোবাইল কেনার পরেও কাজ পাচ্ছেন না তারা বলে অভিযোগ।
আন্দোলনকারী ভিপিআরপি মালতি রায় বলেন, “আমরা একাধিক দফতরে আমাদের দাবি তুলে দিয়েছি কিন্তু কাজ পাচ্ছি না৷ মোবাইল কেনার পরেও কাজ দেওয়া হচ্ছে না। আমাদের কাজ গ্রামে গ্রামে ঘুরে সার্ভে করা ও সেই রিপোর্ট জমা করা। আমরা কাজ ও বেতন চাই এই দাবিতে বিক্ষোভ।”

