সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ ডিসেম্বর: আশোকনগর মানব কল্যাণ সেবা মিশনের উদ্যোগে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার সহযোগিতার জন্য উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চাঁদা গ্রামে রাজর্ষি গুরুচাঁদ ভ্রাম্যমান গ্রন্থাগার তৈরী করা হয়।
বর্তমান করোনা পরিস্থিতে ছাত্রছাত্রীদের আরও কাছে পড়াশোনার বই পত্র পৌঁছে দেবার লক্ষ্যে তরুণ সমাজসেবী বিপ্লব সরদারের উদ্যোগে এবং শিক্ষক সুকুমার সরকারের সহযোগিতায় হেলেঞ্চা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী জ্ঞানেন্দ্র নাথ বৈরাগী মহাশয়ের বাড়িতে প্রায় ২৫ জন একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে একটি গ্রন্থাগারের উদ্বোধন করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী অরুণ কান্তি তালুকদার। সংঠনের প্রধান উপদেষ্টা শ্রী মত্যা গোলাপী কাঞ্জিলাল, কিঙ্কর গাইন, সমীর বিশ্বাস ও আরও অনেকে।
আরুণবাবু বলেন, শুধু পড়াশোনার পাশাপাশি বেকার ছেলেমেয়েদের চাকরির পরীক্ষার উপোযোগী প্রয়োজনীয় বইপত্রও সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। ১৫ জনের একটি টিম তৈরি করে তাদের চাকরির পরীক্ষার উপোযোগী প্রয়োজনীয় বই পত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অর্থাভাব যে কি ভয়ঙ্কর তা আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি। তাই আমাদের এই উদ্যোগ।