সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১০ ডিসেম্বর: ডায়মন্ড হাবড়ার যাওয়ার পথে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ও বিজেপি নেতাদের উপর হামলার প্রতিবাদে উত্তর ২৪ পরগণার গাইঘাটার ঠাকুরনগর রোড়, হাবড়া ১নং রেলগেট এবং যশোহর রোড় অবরোধ।
অশোকনগর বিজয় ফার্মেসি মোড় সহ অশোকনগর বিল্ডিংয়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। এছাড়া বসিরহাটের টাকি রোডের চৌমাথায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। বসিরহাট বিজেপি সাংগঠনিক সভাপতির তারক ঘোষ এর নেতৃত্বে অবরোধ হয়। জেপি নাড্ডা, কৈলাশ বিজয়বর্গীয় সহ বিজেপি নেতৃত্বের ওপর হামলার প্রতিবাদে এই রাস্তা অবরোধ। এই অবরোধ চলে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত। ঘটনাস্থলে আসে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী অবরোধকারীদের বোঝানোর পর অবরোধ উঠে যায়।