পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুন: পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো মেদিনীপুর জেলা পুলিশ লাইনে। পুলিশ যে শুধু লাঠি হাতে বা বন্দুক হাতে সবসময় আইনশৃঙ্খলা রক্ষায় ব্যস্ত থাকে তা নয়, তারাও সমাজের অঙ্গ। নানান সামাজিক কাজে নিজেদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা। আজ সেই লাঠিধারী, বন্দুক হাতের পুলিশ সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান কর্মসূচিতে যোগদান করেন। এদিনের এই কর্মসূচিতে প্রায় চার শতাধিক ব্যক্তি রক্তদান করেন।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, ওয়েলফেয়ার কমিটির রাজ্য কমিটির আহ্বায়ক বিজিতাশ্ব রাউৎ, জেলা কমিটির পক্ষে শ্যামল চক্রবর্তি , সোমনাথ সুকুল, সুলেখা ব্যানার্জি, অঞ্জনা পাঞ্জা সুরুল, আলতাফ আলী শা, সেখ আফসার আলী, নজরুল ইসলাম, আসলাম খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সমগ্ৰ অনুষ্ঠানটি তত্বাবধান করেন ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান তথা জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।