আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যুব সপ্তাহ উদযাপন ও সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তারা অনুষ্ঠানের বক্তব্যে বর্তমান সময়ে স্বামী বিবেকানন্দের কর্ম পথ ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক সংগঠনের কর্মী ও সমর্থকরা।অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্থ ঘনা ও শশধর পলমল। প্রায় শতাধিক মানুষ শিবিরে রক্তদান করেন।
রবিবার স্বামী বিবেকানন্দ’র জন্মদিনে ঝাড়গ্রাম লাইফ লাইন সোসাইটি ও জঙ্গল মহল উদ্যোগ দরিদ্র বস্তিবাসীদের মধ্যে বস্ত্র বিতরণ করে। মোট একশো জন বস্তিবাসীকে এদিন বস্ত্র দেওয়া হয়। তাঁদেরকে বসিয়ে দুপুরের খাবার হিসেবে মাংসভাতও খাওয়ানো হয়। ঝাড়গ্রামের বিভাগীয় বন আধিকারিক বাসবরাজ হোলেইচ্চি, বিশিষ্ট সমাজসেবী ভবতোষ মন্ডল, প্রতিমা ঘোষ, প্রদীপ ঘোষ এবং সংস্থার সম্পাদিকা সুস্মিতা ঘোষ মন্ডল ঝাড়গ্রাম শহরের বস্তিগুলির গরীব বাসিন্দাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন।