নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১২ জানুয়ারি:
মমতার বিরুদ্ধে গরিব মানুষকে বঞ্চনার অভিযোগে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়ুষ্মান ভারত এবং কৃষাণ যোজনাকে মান্যতা না দেবার জন্য কলকাতায় এসে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রাজ্য সরকার মান্যতা না দেওয়ায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ গরীব মানুষ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করলেন তিনি। তিনি এই দুটি প্রকল্প এই রাজ্যে চালু করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন।
রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পোর্ট ট্রাস্টের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদী অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্য মান্যতা দেয়নি। নরেন্দ্র মোদী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলেন, আয়ুষ্মান ভারতের সুবিধা মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না মুখ্যমন্ত্রী। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এদের শুভবুদ্ধি হোক। শুধু আয়ুষ্মান ভারত নয়, কিষাণ যোজনার প্রসঙ্গও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের অসহযোগিতায় পশ্চিমবঙ্গের কয়েক কোটি কৃষক বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।