স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ জানুয়ারি: রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্ম দিবস উপলক্ষ্যে শুরু হল বিবেক চেতনা উৎসব। সেই মতো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দফতর ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় কালিয়াগঞ্জের তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ে বিবেক চেতনা উৎসবের আয়োজন করা হয়। উৎসবের সূচনা করেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ, জেলা পরিষদের কো- মেন্টর অসীম ঘোষ, জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবশর্মা, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, যুব কল্যাণ আধিকারিক দেবাশীষ পাল, অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক এজামূল হক সহ অ্যানান্য বিশিষ্ট জনেরা।
এদিন নাচ, গান, আবৃতি সহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক মূলক প্রতিযোগিতা ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের উদ্দীপনা ছিল ভালোই।