আমাদের ভারত, জলপাইগুড়ি, ১ অক্টোবর: বিশ্ববাংলা শারদ সম্মানে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের চারটি বিভাগের মোট বারোটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হল জেলা প্রশাসনের তরফে৷ ষষ্ঠীর সন্ধায় জেলা শাসক দফতরে এক কর্মসূচির মধ্য দিয়ে প্রত্যেক পুজো কমিটির হাতে ট্রফি ও চেক তুলে দেওয়া হয়।
সেরা পুজো মিলন সংঙ্ঘ ধুপগুড়ি, জলপাইগুড়ি দেশবন্ধুনগর উত্তরপল্লী সর্বজনীন দুর্গা পুজো কমিটি, ময়নাগুড়ি সানরাইস ক্লাব। সেরা প্রতিমা ফুলবাড়ি রাজগঞ্জের বটতলা পুজো কমিটি, জলপাইগুড়ি পবিত্র পাড়া শহরতলীর দুর্গা পুজো কমিটি, বাবু পাড়া দুর্গাপুজো এন্ড কালচারাল ক্লাব।
সেরা মণ্ডপ জলপাইগুড়ি পাতকাটা কলোনি কালচারাল ক্লাব ও পাঠাগার, মাটিয়ালি আমরা সবাই সর্বজনীন দুর্গা পুজো কমিটি, শিলিগুড়ির হায়দার পাড়া স্পোর্টিং ক্লাব।
সেরা সমাজ ও সচেতনা জলপাইগুড়ি নতুন পাড়ার আরজি পার্টি, জলপাইগুড়ি পাতকাটা কলোনি অগ্রনী সংঘ ও পাঠাগার ও ময়নাগুড়ি ওয়েস্ট আনন্দনগর ইয়ুথ ক্লাব।
সেরা পুজো তিনটি পুজো কমিটিকে ৫০ হাজার, সেরা মণ্ডপ তিনটি পুজো কমিটিকে ৩০ হাজার, সেরা প্রতিমা তিনটি পুজো কমিটিকে ২০ হাজার ও সেরা সমাজ ও সচেতনা পুজো কমিটিকে ১০ হাজার টাকার পুরস্কারের চেক তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক মৌমিতা গোদারা, সদর মহকুমা শাসক সুদীপ পাল ও জেলার কর্তারা।