আশিস মণ্ডল, রামপুরহাট, ২৭ মে: ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে রামপুরহাটে মিছিল করল বিশ্বহিন্দু পরিষদের উত্তর বীরভূম শাখা। সোমবার সাধু- সন্তদের নিয়ে মিছিল শেষে রামপুরহাট মহকুমা শাসকের কাছে স্মরণলিপি জমা দেওয়া হয়। বিশ্বহিন্দু পরিষদের দাবি, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।
প্রসঙ্গত, দিন কয়েক আগে একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বহরমপুরের ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ বলেছেন তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না। উনাকে আমি মহারাজ মনে করি না। উনি দেশের সর্বনাশ করছেন। আসানসোলের একটি রামকৃষ্ণ মিশন বিজেপির হয়ে কাজ করছে। এই মন্তব্যের পর রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্যজুড়ে মিছিল বিক্ষোভ চলছেই। এবার প্রতিবাদ মিছিল হলো রামপুরহাটে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, বৃষ্টিকে উপেক্ষা করে সাধু- সন্তরা পায়ে হেঁটে রামপুরহাট শহর পরিক্রমা করে জমায়েত হন মহকুমা শাসকের অফিসে।
তারাপীঠ সংলগ্ন কবিচন্দ্রপুর রামকৃষ্ণ মহামণ্ডল আশ্রমের হংসানন্দ মহারাজ বলেন, “মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। কারণ উনি সরাসরি সনাতন ধর্মের উপর আঘাত করেছেন”।
তারাপীঠ মন্দিরের সেবাইত তন্ময় মুখোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী সাধু- সন্তদের বিরুদ্ধাচারণ করে সনাতন ধর্মকে আঘাত করতে চাইছে। আমি তারাপীঠ মন্দিরের সেবাইত। কোন একদিন এই আঘাত আমাদের উপরও নেমে আসতে পারে। তাই আমাদের এই প্রতিবাদ। এছাড়া মুখ্যমন্ত্রীর দলের এক বিধায়ক বলেছেন, আধঘণ্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেবেন। এই সমস্ত মৌলবাদীদের বিরুদ্ধে আমাদের ধিক্কার মিছিল”।