আমাদের ভারত, মালদা, ১৫ ডিসেম্বর: রাজ্য জুড়ে এনআরসি ও ক্যাবের বিরোধীতায় হিংসা অব্যহত। ফলে বহু ট্রেন বাতিল হওয়ার ফল বিঘ্নিত হচ্ছে যাত্রী পরিষেবা। ইতিমধ্যেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী বহু ট্রেন ট্রেন বাতিল হয়েছে। আপ কাঞ্চনজঙ্ঘা মালদা থেকে ছাড়ার কথা থাকলেও পরবর্তীতে তা বাতিল হয়ে যায়। যাত্রীদের দাবি, সরকারের উচিত খুব দ্রুত এই পরিস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। না হলে যে ভাবে স্টেশনে হামলা ও ট্রেন জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাতে যাত্রীরা আতঙ্কিত হয়ে উঠেছে।
রেল সূত্রে খবর, আজিমগঞ্জের যে সমস্ত ট্রেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে যায় সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে রয়েছে নবদ্বীপ ধাম, আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন।