হিংসাত্মক আন্দোলন বন্ধ না হলে পথে নামার হুঁশিয়ারি দিলেন সিংহবাহিনীর সভাপতি দেবদত্ত মাজি

আমাদের ভারত কলকাতা ১৫ ডিসেম্বর: ক্যাব বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়েছে হয়ে উঠেছে রাজ্য। বিভিন্ন জেলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে। রাস্তা এবং রেল অবরোধের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেন এবং সরকারি বাস। নষ্ট করা হচ্ছে সরকারি সম্পত্তি। এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করেন সিংহ বাহিনীর সভাপতি দেবদত্ত মাজি। তিনি রাজ্য সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন।
হিংসা বন্ধ না হলে তিনি পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

দেবদত্তবাবু বলেন, ক্যাব বিরোধী আন্দোলনের নামে হিংসাত্মক আন্দোলন চলছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে অথচ রাজ্য পুলিশ এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ। এই অবস্থায় তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কি বক্তব্য তা জানতে চেয়েছেন। এই নিয়ে টুইট করেছেন দেবদত্তবাবু। জানিয়েছেন, এই ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ না হলে রাজ্যজুড়ে পথে নামবে সিংহবাহিনী। এর বিরুদ্ধে পথে নামার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশ বিরোধী শক্তির মোকাবিলায় আপনারা এগিয়ে আসুন। আপনারা শক্তিশালী হয়ে শক্তি প্রদর্শন করুন। শক্তি প্রদর্শন না করলে এই হিংসাত্মক কার্যকলাপ বন্ধ হবে না, কারন পুলিশের একার পক্ষে এই ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করা সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এবং মালদার কালিয়াচকের ঘটনার উল্লেখ করেছেন। এছাড়া ধর্মতলায় পুলিশের আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য, সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে বাধ্য হয়েই সিংহবাহিনী কে পথে নামতে হবে।


Govt is Failing to Protect Public and Hindu Properties.
If this Continues *SINGHABAHINI* boys will Hit the Roads across the State.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *