গ্রাহকদের বঞ্চিত করে লাগামহীন রেশন দুর্নীতির অভিযোগ কুমারগঞ্জে, রাজ্য সড়ক অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের

পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ৬ ডিসেম্বর: লাগামহীন রেশন দুর্নীতি নিয়ে ডিলারের বিরুদ্ধে রাস্তায় নামল গ্রাহকরা। প্রতিবাদ জানিয়ে চালের বস্তা ফেলে রাজ্য সড়ক অবরোধ করে চলল বিক্ষোভও। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুরে। এদিন সকাল থেকে বাসিন্দাদের বিক্ষোভ আন্দোলনের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কুমারগঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক। যাকে ঘিরে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে কুমারগঞ্জ থানার ওসি তাসি থিরিং শেরপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌছাতেই তাদের ঘেরাও করে চলে বিক্ষোভ বাসিন্দাদের। যদিও পরে খাদ্য দপ্তরের আধিকারিকের আশ্বাসে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।

বাসিন্দাদের অভিযোগ, নভেম্বর মাসে প্রায় পনেরো দিনের কোনও রেশনই দেননি স্থানীয় রেশন ডিলার। তার উপর ম্যানুয়াল পদ্ধতিতেই চলছে রেশন বন্টনের কাজ। যার ফলে দুর্নীতি হবার আশঙ্কা থেকেই যাচ্ছে।
জানাগেছে, বিশ্বনাথপুর এলাকার ১০ নম্বর রেশন দোকানটি লক্ষ্মী দাসের নামে থাকলেও বন্টন প্রক্রিয়ার সমস্ত দায়িত্ব সামলান দিব্যেন্দু দাস। সেই রেশন দোকানেই দীর্ঘদিন ধরে লাগামহীন দুর্নীতি চলছে বলে অভিযোগ বাসিন্দাদের। করোনার লকডাউনের সময়ও যার বিরুদ্ধে উঠেছিল এই দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে সেই সময়ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রাহকরা। কিন্তু তাতেও কোনও হেলদোল ফেরেনি প্রশাসনের। নেওয়া হয়নি ওই রেশন ডিলারের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ। আর যার কারণে ঠিক একই অভিযোগে এদিন পুনরায় পথ অবরোধে সামিল হন উত্তেজিত বাসিন্দারা।

গ্রামবাসী জয়নাল সরকার, অনুপ সরকাররা জানিয়েছেন, ছয় মাস আগেও রেশন দুর্নীতি নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। এদিন ফের উত্তেজিত হয়ে ওঠেন সকলে।

খাদ্য দপ্তরের আধিকারিক সমীরণ বিশ্বাস জানিয়েছেন, বাসিন্দাদের বকেয়া রেশন পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *