আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ নভেম্বর : পাচারের অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর এক যুবককে। অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক চিকিৎসাধীন বনগাঁ হাসপাতালে। গ্রামবাসীদের সঙ্গে বৈঠকে না বাসায় রামনগর রোডের আংরাইল তেতুলতলা এলাকায় রাস্তা অবরোধ করে গ্রামবাসী।
গ্রামবাসীদের অভিযোগ, গত বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতেই ছিলেন বছর পঁচিশের যুবক সত্যজিৎ সাঁতরা। সে সময় আংরাইল বিএসএফ ক্যাম্পের আধিকারিকরা এসে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কিছু জিজ্ঞাসাবাদের জন্য। পরবর্তীতে তাঁকে বেধড়ক মারধর করে বস্তাবন্দী করে বাড়ির পাশে ফেলে যায় বলে অভিযোগ। তাঁকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এবং হাত ভেঙ্গে দেওয়া হয়েছে। পরিবারের দাবি, পেশায় প্যান্ডেল মিস্ত্রি সত্যজিৎ কোনও ধরনের পাচারের কাজে যুক্ত নয়, তা সত্ত্বেও মিথ্যে অভিযোগে তুলে নিয়ে গিয়ে মারধর করে। তারই প্রতিবাদে গত শুক্রবার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে গ্রামবাসীদের অবরোধ করে। পরবর্তীতে গাইঘাটা থানার পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
গ্রামবাসীদের দাবি ছিল, বিএসএফের উচ্চ পদস্থ অফিসারদের এসে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলতে হবে। সেই মত আজ বি এস এফ ও পঞ্চায়েতের প্রতিনিধিদের গ্রামে এসে সালিশি সভায় বাসার কথা ছিল। কিন্তু কয়েকজন নেতা বি এস এফ এর সঙ্গে ক্যাম্পে গিয়ে কথা বলে মেটানোর চেষ্টা করতে ক্ষুব্ধ গ্রামবাসীরা আজ আবার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করে। দুই ঘণ্টা অবরোধ চলার পরে ঘটনা স্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় গ্রামবাসী।