পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ অক্টোবর: মেদিনীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিধান নগরে আয়োজন করা হল বিজয়া সম্মিলনীর।

এদিনের বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর বিধানসভার বিধায়ক সুজয় হাজারা, প্রাক্তন বিধায়ক আশীষ চক্রবর্তি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী, সরকারি আইনজীবী সুকুমার পড়িয়া, আইনজীবী মৃণাল কান্তি চৌধুরী, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়, কাউন্সিলর মৌসুমী হাজরা, কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্ৰাহী, কাউন্সিলর সত্য পড়িয়া সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সকলে। পরে এলাকার ছেলেমেয়েদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি এলাকার গুনিজনদের সম্বর্ধনা ও দেওয়া হয়। আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে মেদিনীপুর শহরের পূজো কমিটিগুলোকে সম্বর্ধনা দেওয়া হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়।

