পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ অক্টোবর: তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয় সবংয়ে। এই বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে সবংবাসীকে শান্তির বার্তা দিলেন এবং পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিককে ধন্যবাদ জানান সবংয়ের ভূমি পুত্র ও পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা।
তিনি জানান, দলের দুর্দিনে যাঁরা ছিলেন দলের সুদিনেও তাঁদের গুরুত্ব অপরিসীম। দলের সব কর্মসূচিতে তাঁদের ডাকতে হবে। সকলকে নিয়ে চলতে হবে। এদিন কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বলতে গিয়ে মন্ত্রী বলেন, বিজেপি ভারতবর্ষকে বিক্রি করতে চাইছে। তিনি বলেন, ভারতবর্ষের সাধারণ মানুষকে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করলে কেন, বিজেপি জবাব দাও। বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস সব দলকে তিনি একহাত নেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করতে সমস্ত পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনার পরামর্শ দেন। উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি, সূর্য অট্ট, সভাধিপতি প্রতিবারানী মাইতি।

