পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বেতার বিদ্যাসাগর ৯০.৮ এফ এম- এর উদ্যোগে জেলার একাধিক দুর্গাপুজো কমিটিকে সম্মানিত করা হলো শুক্রবার।
এদিন সন্ধ্যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসনে জেলার ৪৭টি দুর্গা পুজো কমিটিকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়। এইরকম উদ্যোগ তিন বছর ধরেই চলে আসছে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের একাধিক ব্যক্তি সহ বিভিন্ন সমাজসেবীরা।