Sukanta, BJP, মমতা সরকারের শাসনে ৭ মাসের শিশুও নিরাপদ নয়, নারী নিরাপত্তাহীনতায় সরব সুকান্ত

আমাদের ভারত, ৬ ডিসেম্বর: কামদুনি, পার্ক স্ট্রিট, আর জি কর, কুলতলি একের পর এক অজস্র নারী নির্যাতনের ঘটনা প্রতিদিন ঘটে চলেছে রাজ্যে। ধর্ষণের শিকার কয়েক মাসের শিশু থেকে অশীতিপর বৃদ্ধা। এমনই সাত মাসের একটি শিশুর ধর্ষণের ঘটনা ঘিরে উত্তপ্ত কলকাতা। এই ঘটনাকে কেন্দ্র করে আবার একবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

নিজের এক্স হ্যান্ডেল বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার লিখেছেন, “এক সময়ের সংস্কৃতির শহর কলকাতা এখন অপরাধীদের আশ্রয়স্থল।” তিনি আরও লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে, এমনকি একটি ৭ মাস বয়সী শিশুও নিরাপদ নয়। যখন ‘কালীঘাটের ক্রাউন প্রিন্স’কে পুলিশ পাহারা দিচ্ছে সেই সময়, নারী ও শিশুরা অকথ্য ভয়াবহতার মুখোমুখি হচ্ছে। এই ‘নিরাপত্তা’ কি দিদির গর্ব? লজ্জা”।

প্রসঙ্গত, সম্প্রতি এক শিশুকন্যার মা স্থানীয় পুলিশকে অভিযোগ জানান যে তাঁর মেয়েকে যৌন নির্যাতন করা হয়েছে। এরপরই পুলিশ ঘটনার তদন্তে নামে। ঘটনার বেশ ক’দিন বাদে সিসিটিভি দেখে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শিশুকন্যার অবস্থা এই মুহূর্তে সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে রীতিমতো ছক কষেই এই নৃশংস ঘটনা ঘটিয়েছে ধৃত রাজীব ওরফে গোবরা। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছে সাত মাসের শিশুটিকে যৌন নির্যাতন করবে বলে রীতিমতো টার্গেট করেছিল অভিযুক্ত। তার জন্য শিশুটিকে অপহরণের আগে এক দুবার না, নয় বার ঘটনাস্থলে ঘুরে এসেছিল সে। দেখে নিয়েছিল কোথায় কোথায় সিসি ক্যামেরা রয়েছে। এরপর শিশুটিকে তুলে নিয়ে যায় সে।

ধৃত রাজীব ঘোষ ওরফে গোবরা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বাসিন্দা। সে শ্যামবাজারের কাছে দিনমজুরের কাজ করতো। ক্যামেরার ফুটেজ দেখেই তাকে চিহ্নিত করা হয়। রাজীবকে আদালতে তোলা হলে ১২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের রাখার নির্দেশ দিয়েছে আদালত। রাজীবের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ পককো আইনে মামলার রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *