বিশ্বভারতীর উপাচার্য পাগল: অনুব্রত

আশিস মণ্ডল, রামপুরহাট, ৭ জানুয়ারি: “বিশ্বভারতীর উপাচার্য পাগল। মস্তিষ্কের ঠিক নেই। বিজেপির বড় নেতা। ওকে কোনও মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া উচিত”। বীরভূমের নলহাটিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

বৃহস্পতিবার নলহাটি ১ নম্বর ব্লকের হরিপ্রসাদ হাইস্কুল মাঠে জনসভা ছিল। জনসভায় উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পরিষদের মেন্টর রানা সিংহ, দলের জেলা সহ সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণ করে অনুব্রত মণ্ডল বলেন, “বিজেপি বেইমান। মানুষের সঙ্গে ধোকাবাজি করেছে। বিজেপি বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবে। কিন্তু দেয়নি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ডে সবাইকে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছে”।

রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “নলহাটি বিধানসভার বিধায়ক যথেষ্ট উন্নয়ন করেছে। কেউ যদি বলেন বিধায়ক মইনুদ্দিন সামস উন্নয়ন করেনি তাহলে তাকে আর প্রার্থী করব না”। লোকসভায় বিজেপির ১৮টি আসন পাওয়া নিয়ে অনুব্রত বলেন, “লোকসভায় ভুল করেছেন। কিন্তু বিধানসভায় সেই ভুল করবেন না। কারণ বিধানসভা নির্বাচন মমতার ভোট”।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন বিশ্বভারতী এলাকায় পূর্ত সড়ক দফতরের রাস্তা আনুষ্ঠানিকভাবে দখল নিতে মাইক বাজিয়ে, দলীয় ঝাণ্ডা লাগিয়ে বাইক মিছিল করেছিল তৃণমূল। যা বিশ্বভারতীতে দেখা যায়নি বলে আশ্রমিকদের দাবি। এনিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত বলেন, “রাজ্য সরকার ওই রাস্তা বিশ্বভারতীকে দিয়েছিল। আবার ফিরিয়ে নিয়েছে। তাই আমাদের রাস্তা আমরা আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে নিলাম। আমরা আমাদের জায়গায় বক্স বাজিয়েছি। বিশ্বভারতীর জায়গায় কিছু করিনি। রাজনীতি করিনি। বরং বিশ্বভারতী জায়গা নিয়ে সকলের যাতায়াত বন্ধ করে দিয়েছিল। আমরা মানুষের জন্য সেই রাস্তা খুলে দিলাম”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *