আমাদের ভারত, ৭ জানুয়ারি:ফের রেকর্ড উচ্চতায় পৌঁছালো পেট্রোল-ডিজেলের দাম। বৃহস্পতিবার দেশব্যাপী পেট্রোলের দাম বেড়েছে ২১-২৪ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ২৬-২৯ পয়সা। এই দাম বৃদ্ধিতে কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম যথাক্রমে বেড়ে হয়েছে ৮৫.৬৮টাকা ও ৭৭.৯৭ টাকা। এখনো পর্যন্ত তিলোত্তমায় জ্বালানির দাম এটাই সর্বোচ্চ।
মাসখানেক আগে টানা ১৩ দিন ধরে লাগাতার জ্বালানির দাম বেড়েছে। তবে তারপর থেকে কিছুটা থমকে ছিল দাম বৃদ্ধি। কিন্তু ফের ঊর্ধ্বমুখী হলো এই জ্বালানির দাম। দিল্লিতে বুধবার পেট্রোলের দাম ছিল ৮৩.৯৭ টাকা। সেটা বেড়ে হয়েছে লিটার পিছু ৮৪.২০ টাকা। ২০১৮ সালে শেষবার পেট্রোলের দাম ৮৪ টাকা ছুঁয়েছিল দিল্লিতে। এবার সেই দামকেও ছাপিয়ে গেল। অন্যদিকে মুম্বাইতে পেট্রোলের দাম পৌঁছেছে ৯০.৮৩। ডিজেলের দাম ৮১.০৭ টাকা। এই একই দাম বৃদ্ধি হয়েছে হায়দ্রাবাদ চেন্নাই সহ দেশের সব শহরে।
ভ্যাট, আবগারি শুল্ক, রাজ্যের বিভিন্ন রকম করের কারণেই রাজ্য ভিত্তিক পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয়। এছাড়া কেন্দ্রের বসানো করও দামের সঙ্গে যুক্ত করে দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো।
গত বছর ১৬ মার্চ এবং মে মাসে দু’দফায় পেট্রোল এর উপর মোট ১৩ টাকা আবগারি শুল্ক বাড়িয়েছিল কেন্দ্র। ডিজেলের ক্ষেত্রে আবগারি শুল্ক তারা বাড়িয়েছিল ১৬ টাকা। এছাড়াও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়াও দেশের জ্বালানির দাম বৃদ্ধির অন্যতম কারণ।