June Malia, Midnapur, মেদিনীপুর লোকসভার ৭টি বিধানসভা এলাকায় শুরু হতে চলেছে উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্পের কাজ, জানালেন সাংসদ জুন মালিয়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: মেদিনীপুর লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভা এলাকায় উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হতে চলেছে, জানালেন জুন মালিয়া। রবিবার সাংসদ জুন মালিয়া মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতিদের দেখতে আসেন। সেখান থেকে ফিরে মেদিনীপুর সার্কিট হাউসে উন্নয়ন মূলক প্রকল্পের কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন।

তিনি জানান, মেদিনীপুর, মোহনপুর, দাঁতন, এগরা, শালবনি, খড়্গপুর গ্রামীণ এলাকার মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। এরমধ্যে রয়েছে রাস্তা, মিনি মার্কেট, কমিউনিটি হল, স্কুলের প্রাচীর, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষ নির্মাণ, বেলদা স্টেডিয়ামের একাংশর কাজ। এই অর্থবর্ষের মধ্যেই কাজগুলি শেষ হবে। মোট ৩ কোটি টাকার কাজ। সব কাজ গুলিই বিডিও অফিসের মাধ্যমে হবে। মেদিনীপুর শহরের পথ কুকুরদের আশ্রয়স্থল গড়ে তোলার জন্য পুরসভাকে ২৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে।

খড়্গপুর রেল এলাকায় রেল কলোনী নিয়ে ইতিমধ্যেই তিনি রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে যাতে বিদ্যুৎ, পানীয় জল, রাস্তা, নতুন বাড়ি নির্মাণ বা মেরামত করা নিয়ে রেল যাতে কোনো বাধা দিতে না পারে সে বিষয়েও জানিয়েছেন। দাঁতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, তাঁতিগেড়িয়ায় আন্ডারপাশ গড়ার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি শালবনিতে রেল শতাধিক দোকান উচ্ছেদ করে। অবিলম্বে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *