আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ডিসেম্বর:
গোয়ালতোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভ্যান চালকের। সিমেন্ট বোঝাই ইঞ্জিন ভ্যানটির পিছনে একটি টেম্পো ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। ঘ্যনাস্থলেই মৃত্যু হয় ভ্যান চালকের। ঘটনাটি ঘটেছে গোয়ালতোড়ের মাইলিসাইয়ে। মৃত ভ্যান চালকের পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে গোয়ালতোড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। টেম্পোটিকে আটক করেছে পুলিশ৷
পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর একটা নাগাদ হুমগড়ের দিক থেকে সিমেন্ট বোঝাই ইঞ্জিন ভ্যানটি গোয়ালতোড়ের দিকে আসার সময় একটি টেম্পো পিছন থেকে ধাক্কা মারলে ভ্যান চালক ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেওয়াকোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে।