Mahakumbh মহাকুম্ভে পুণ্যস্নান উপলক্ষ্যে প্রয়াগরাজে অভূতপূর্ব পরিস্থিতি, ৩০০ কিলোমিটার লম্বা যানজট

আমাদের ভারত, ১০ ফেব্রুয়ারি: মহাকুম্ভে পুণ্যস্নান উপলক্ষ্যে উত্তরপ্রদেশের কাটনি থেকে প্রয়াগরাজ পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় ৩০০ কিমি। সেই রাস্তা পুরো গাড়ি ও মানুষজনে ভরে রয়েছে। মধ্যপ্রদেশ, বিহার ও অন্যান্য রাজ্য থেকে প্রয়াগগামী সবকটি রাস্তাই গাড়ির ভিড়ে অবরুদ্ধ হয়ে রয়েছে রবিবার থেকে। এককথায় যা অভূতপূর্ব।

ফিরে যান, ফিরে যান। ঘরে ফিরে যান। কেউ প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার দিকে এগনোর চেষ্টা করবেন না। রাস্তা পুরো যানজটে অবরুদ্ধ হয়ে পড়েছে। এরকম প্রচার শুরু হয়েছে। লোকে বলছে, বিশ্বের সর্ববৃহৎ যানজট। প্রয়াগরাজের মহাকুম্ভে যাওয়ার প্রায় সমস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।

ঘণ্টার পর ঘণ্টা ধরে ছোটবড় গাড়ি সহ যানজটে আটকে রয়েছে পণ্যবাহী লরি, অ্যাম্বুল্যান্সও। প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ লম্বা যানজট আগে আর কোথাও হয়েছে কিনা তা নিয়ে চলছে দীর্ঘ হিসাবনিকাশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাড়ি নিয়ে কুম্ভে যাওয়ার পথে বিহার ছাড়াতেই যানজটের শিকার হতে হচ্ছে জাতীয় সড়ক ধরে যাওয়া মানুষকে। কাউকে কাউকে প্রায় ১২ ঘণ্টা এক জায়গায় গাড়ি নিয়ে রাত কাটাতে হয়েছে। দুর্ভোগে পড়া পুণ্যার্থীরা রাগ প্রকাশ করে বলেছেন, ত্রিবেণী সঙ্গম ঘাট নয়, পথই আপাতত মহাকুম্ভ মেলায় পরিণত হয়েছে। যেদিকে দুচোখ যায়, শুধু গাড়ির পর গাড়ি ঠায় দাঁড়িয়ে রয়েছে। কোনও দিকে নড়ার উপায় নেই।

রাজ্যের বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই অব্যবস্থার জন্য বিজেপির যোগী আদিত্যনাথ সরকারকে দুষেছেন। রাজ্য পুলিশ ও প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেছেন অখিলেশ। সরকার ও প্রশাসনের তরফে অবশ্য সেই দাবি উড়িয়ে সব ব্যবস্থা সুষ্ঠুভাবে হচ্ছে বলে পাল্টা দাবি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *