সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ ডিসেম্বর: কলাবাগান থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ।ঘটনাটি ঘটেছে বুধবার
সকালে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার খারোবাজার
মসজিত সংলগ্ন একটি কলাবাগান থেকে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। উদ্ধার হয় বিষের বোতল।এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল ছড়ায়।
পুলিশ জানিয়েছে, এদিন রাত পর্যন্ত ওই অজ্ঞাত ব্যক্তিরকোনও পরিচয় পাওয়া যায়নি।পুলিশের প্রাথমিক অনুমান বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেনওই ব্যক্তি।
স্থানীয় সূত্রের খবর, এদিন
সকালে ওই কলাবাগানের মালিক মাঠে গিয়ে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে। এরপর প্রতিবেশীদের জানিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেহ উদ্ধার করে। মুহুর্তের মধ্যে দেহ দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায়। যদিও স্থানীয়রা দেহ দেখে সনাক্ত করতে পারেনি। তবে দেহ ঘিয়ে স্থানীয় বাসিন্দারের মধ্যে রহস্যের বাসা বেঁধেছে। তারা জানিয়েছে, কিভাবে মৃত্য হল ওই ব্যক্তির, এখানেই বা কি করে এলেন তিনি। পুলিশ ওই ব্যক্তির পরিবারের খোঁজে তল্লাশি শুরু করেছে।