আমাদের ভারত, বনগাঁ, ৪ মার্চ: হাটখোলার মাঠ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার মতিগঞ্জ এলাকার একটি হাটের মাঠ থেকে। এদিন রাত পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশের অনুমান অন্য কোথাও খুন করে এখানে ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারদের অভিযোগ, হাটখোলার মাঠে প্রতিদিন সন্ধ্যার পর মদ গাঁজার আসর বসে। মদ খাওয়া নিয়ে বন্ধুদের সঙ্গে ঝামেলা করে এই খুন বলে দাবি তাঁদের। বনগাঁ থানার পুলিশ সব জেনেও কোনও ব্যবস্থা নেয় না বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, এদিন সকালে প্রতিবেশীরা ইছামতী নদীতে স্নান করতে এসে দেখে মাঠের এক পাশে পড়ে আছে দেহটি। তার মুখ ও মাথা ইটের আঘাতে থেঁতলে দেওয়া। সারা শরীর ক্ষতবিক্ষত। খবর পেয়ে ঘটনা স্থলে বনগাঁ থানার পুলিশ এদে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, মুখ এমন ভাবে ক্ষতবিক্ষত করা দেখে চেনার উপায় নেই। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।