আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ ডিসেম্বর: বিজেপির “আর নয় অন্যায়” কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। নাগরিকদের বাড়িতে বাড়িতে জন সংযোগ রক্ষায় গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করতে উত্তর ২৪ পরগণার পানিহাটির হরিশচন্দ্র রোডে আসেন কেন্দ্রীয় সরকারের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী।
গজেন্দ্র সিং শেখাওয়াত পানিহাটি অঞ্চলের মানুষ জনের হাতে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের খতিয়ান এবং তৃণমূল কংগ্রেসের ‘অসামাজিক কাজ কর্মের’ তালিকা সম্বলিত একটি লিফলেট স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দেন, কথা বলেন স্থানীয় সাধারণ মানুষের সাথেও। আসন্ন ২০২১ নির্বাচনে পানিহাটি এলাকার মানুষ যাতে এবছর বিজেপিকে ভোট দিয়ে নির্বাচিত করেন, সাধারন মানুষের কাছে সেই আবেদন করেন গজেন্দ্র সিং শেখাওয়ত। এই কর্মসূচিতে ছিলেন বিজেপির সাংগঠনিক জেলা কলকাতা উত্তর শহরতলীর সভাপতি কিশোর কর সহ জেলা নেতৃত্ব।