সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ ডিসেম্বর: নিজের সাংসদ তহবিল থেকে উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া গ্রামীন হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হল।
এব্যাপারে এদিন হাসপাতাল চত্ত্বরে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাংসদ ছাড়াও এই হাসপাতালের সঙ্গে যুক্ত স্বাস্থ্য কর্মীরাও উপস্থিত ছিলেন। এদিন ফিতে কেটে এই অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করলেন শান্তনু ঠাকুর। এই প্রসঙ্গে তিনি জানান, ‘এই গ্রামীন হাসপাতাল এলাকায় আগে থেকেই একাধিক অ্যাম্বুলেন্স আছে। শুনেছি, তার চালকরা নাকি রোগীর বাড়ির লোকেদের কাছ থেকে অনেক বেশি টাকা দাবি করে। সেই কারণে রোগীর পরিবাররা যাতে ন্যায্য মূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা পায়, তার জন্য এই ব্যবস্থা করা হল।’ তিনি বলেন, চাঁদপাড়া গ্রামীন হাসপাতালের আরও উন্নয়ন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সিএএ লাগু প্রসঙ্গে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সিএএ লাগু করার জন্য আইন তৈরি হচ্ছে, ২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই তা তৈরি হয়ে যাবে। আর তারপরই দেশজুড়ে সিএএ লাগু হয়ে যাবে।’