কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উলুবেড়িয়ার কর্মসূচি স্থগিত

আমাদের ভারত, হাওড়া, ২৮ জানুয়ারি: রবিবার ৩১ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র উলুবেড়িয়ার কর্মসূচি স্থগিত রাখা হল। বৃহস্পতিবার মনসাতলায় বিকেলে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্ত জানান সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। যদিও বিজেপি সাংসদের দাবি, রবিবার কর্মসূচি স্থগিত হলেও এই কর্মসূচি পুনরায় হবে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই উলুবেড়িয়ায় আসবেন।

রবিবার উলুবেড়িয়ায় একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। বিজেপির দলীয় সূত্রে খবর, রবিবার দুপুরে রঘুদেবপুরে হেলিপ্যাডে নামার পর খলিশানী এলাকায় একটি তপশিলি পরিবারে মধ্যাহ্ন ভোজন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পরে বিকেলে উলুবেড়িয়ায় রোড শো করার পর উলুবেড়িয়া কালীবাড়িতে পুজো দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যদিও বৃহস্পতিবার বিকেলে কর্মসূচি স্থগিত হয়ে যাওয়ায় সমস্ত প্রস্তুতি থমকে গেছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসার প্রস্তুতি হিসাবে রঘুদেবপুরে হেলিপ্যাড বানানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু হয়েছিল। শুধু তাই নয় শহরের বিভিন্ন জায়গায় তোরণ তৈরির পাশাপাশি টাঙ্গানোর প্রস্তুতিও শুরু হয়েছিল। যদিও বৃহস্পতিবার বিকেলের পর থেকেই আচমকা সবকিছু থমকে গেছে। হতাশ হয়েছে দলের কর্মী থেকে সমর্থকরা। প্রত্যেকের বক্তব্য, অনেক আশা নিয়ে উৎসাহ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছিলাম আমরা, কিন্তু বৃহস্পতিবার এক ধাক্কায় আমাদের সব আশায় জল ঢেলে দিল।

যদিও কর্মীদের হতাশার কথা অস্বীকার করেছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি বলেন, বিজেপি দলের কর্মীরা শৃঙ্খলাপরায়ণ। হতাশ হওয়ার কোনও কারণ নেই কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বাতিল করা হয়নি স্থগিত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *