আশিস মণ্ডল, বীরভূম, ২৮ জানুয়ারি: লোকনাথ ঠাকুরের পুজোকে কেন্দ্র করে উত্তপ্ত হল বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার আকেলপুর গ্রাম। প্রতিবাদে গ্রামের মানুষ সাঁইথিয়া – বহরমপুর রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়ূরেশ্বর থানার আকেলপুর গ্রামে লোকনাথ ঠাকুরের পুজো চলছিল। সন্ধ্যের দিকে পার্শ্ববর্তী সাঁইথিয়া থানার তালতলা গ্রামের কিছু লোক আকেলপুর গ্রামে ঢুকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় যখম হন চার গ্রামবাসী। তাদের সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে অকেলপুর গ্রামের মানুষ। দু’ ঘন্টার বেশি সময় ধরে অবরোধ থাকলেও পুলিশের দেখা মেলেনি। খবর লেখা পর্যন্ত অবরোধ চলছে।