আমাদের ভারত, ৩১ মে: একদিকে যখন কন্যাকুমারীর বুকে ধ্যানে বসেছেন নরেন্দ্র মোদী, অন্যদিকে তখন শেষ দফার ভোটের আগে দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিরুপতি পৌঁছে গিয়েছিলেন অমিত শাহ। তিরুপতি দেবস্থানের এক্সিকিউটিভ অফিসার এ ভি ধর্ম রেড্ডি তাকে স্বাগত জানান। ভাকুলা গেস্ট হাউসে রাত্রি বাস করেন অমিত শাহ। শুক্রবার সকালে তিরুপতি মন্দিরে পুজো দেন অমিত শাহ। এছাড়া তিরুমালা মন্দিরে অভিষেকম সেবাতে অংশগ্রহণ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার সকালে সত্য গিরিশ্বর মন্দিরেও পুজো দিয়েছিলেন তিনি।
লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে গোটা দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে ছুটে প্রচার করেছেন অমিত শাহ। বৃহস্পতিবার ছিল শেষ প্রচারের দিন। শনিবার শেষ দফার ভোটের প্রচার শেষে তাই একাধিক মন্দিরে পুজো দিলেন তিনি। ৪ জুন প্রকাশ হবে লোকসভা ভোটের ফল।
এদিকে বৃহস্পতিবার থেকে কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছেন মোদী। একটানা ৪৫ ঘন্টা ধরে ধ্যান করার কথা তাঁর। শনিবার বিকেলে তাঁর ধ্যান ভঙ্গ হবে। ইতিমধ্যেই মোদীর ধ্যান করার ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে। গেরুয়া বসনে ধ্যানে বসেছেন দেশের প্রধানমন্ত্রী।