Amit Shah, BJP, দেশের সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে, চ্যালেঞ্জের সুরে বললেন অমিত শাহ

আমাদের ভারত, ১৭ ডিসেম্বর: এক দেশ এক ভোট বিল সংসদে পেশ হয়েছে। আর সেই দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখে আরো এক বড় দাবি শোনা গেল সংসদে। আগেই সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার হয়েছে। এবার ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি লাগু লক্ষ্য। অমিত শাহ দাবি করেছেন, কেবল বিজেপি শাসিত রাজ্যে নয়, দেশের সব রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে।

রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক রকম চ্যালেঞ্জের সুরেই বলেন, আমরা দেশের সব কটি রাজ্যে ইউনিফর্ম সিভিল কোর্ট চালু করব। এ বিষয়ে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইতিমধ্যেই উত্তরাখন্ডে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছি। এখন দেশের সমস্ত রাজ্যে কার্যকর করাই আমাদের লক্ষ্য।

অমিত শাহ বলেন, ভারতে গণতন্ত্র এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যা অন্য অনেক দেশের ভাগ্যে ছিল না। গত ৭৫ বছরে অনেক দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেখানে গণতন্ত্র ফুলেফেঁপে ওঠেনি। আমরা যেভাবে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছি তা সত্যিই এক অনন্য উদাহরণ। কোনো রক্তপাত ছাড়াই আমরা বহু পরিবর্তন এনেছি। ভারতের জনগণ নিজেদের গণতান্ত্রিক অধিকার ব্যবহার করে বহু স্বৈরশাসকের অহংকার ভেঙে দিয়েছে। এর মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে, গণতন্ত্রের পথে আমাদের কোনো বাধা নেই।

এরপরই তিনি বলেন, বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি রাজ্যে ইউনিফর্ম সিভিল কোর্ট চালু করব আমরা। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, মুসলিম ব্যক্তিগত আইন নিয়ে কংগ্রেসের আপোসের রাজনীতি দেশের জন্য ক্ষতিকর। আমি চাই তারা পরিষ্কারভাবে নিজেদের অবস্থান জানাক। অমিত শাহ বলেন, আমরা কোনো অবস্থাতেই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অনুমোদন করবো না। বিজেপি যদি একমাত্র সংসদ সদস্য হয় তবুও আমরা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রতিষ্ঠিত হতে দেব না।

রাজ্যসভায় বক্তব্য রাখার সময় অমিত শাহ সর্দার প্যাটেলের দেশে ঐক্য প্রতিষ্ঠার অবদান নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভারতের একতা রক্ষায় সর্দার প্যাটেলের ভূমিকা অমূল্য। তিনি যেভাবে ভারতের ভিন্ন ভিন্ন রাজ্যগুলিকে একত্রিত করেছিলেন তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *