আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ জুলাই: চড়া সুদে মোটা অঙ্কের টাকা লোন পরিশোধ করার প্রলোভন দেখিয়ে এলাকার মহিলাদের ঠকিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিলেন দম্পতি। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ালো নিউ ব্যারাকপুর থানার বিলকান্দা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তালবান্দা গ্রামে। অভিযোগ, কয়েক কোটি টাকা হাতিয়ে বেপাত্তা হয়ে গেছে এলাকার বাসিন্দা আরতী রায় ও বিনয় রায়।
সূত্রের খবর অনুযায়ী, প্রথমে এলাকার মহিলাদের বিশ্বাস অর্জন করে তাদের চড়া সুদ দেবার প্রলোভন দেখিয়ে এলাকার প্রায় শতাধিক মহিলার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ তুলে নেয় এই রায় দম্পতি। আর এই ফাঁদে পা দিয়ে কেউ ব্যাঙ্ক থেকে টাকা তুলে, আবার কেউ বেসরকারি লোনদানকারী সংস্থা থেকে লোন নিয়ে, কেউ নিজের সোনার গয়না বন্দক রেখে রায় দম্পতিকে কয়েক কোটি টাকা দিয়েছেন। কিন্তু তাদের কাছে বারবার টাকা চাওয়া সত্বেও কোনো অর্থ তারা লোন দানকারীদের ফেরত দেননি। ফলে সমস্যায় পড়তে হয়েছে লোনের টাকা যোগানকারী মহিলাদের। কারণ ওই প্রতারিত মহিলারা যাদের থেকে নিজেদের নামে বাজার থেকে লোন নিয়েছিল সেই লোনের টাকা তাদের নিজেদের থেকেই মেটাতে হয়েছে। কিন্তু রায় দম্পতি সকলের টাকা নিয়ে বৃহস্পতিবার বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যান। শুক্রবার প্রতারিত মহিলারা সেই খবর পেয়ে রায় বাড়ির সামনে এসে উপস্থিত হন এবং বিক্ষোভ দেখায়। ক্ষুব্ধ মহিলারা রায় বাড়িতে ভাঙ্গচুর চালায় বলে অভিযোগ। এই বিক্ষোভের পর নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানান প্রতারিতরা। পুলিশ দম্পতির খোঁজ চালাচ্ছে।
স্থানীয় পঞ্চায়েত সদস্য সুমন্ত ওঝা জানান, গ্রামের মহিলাদের থেকে তিন থেকে চার কোটি টাকা আত্মসাৎ করে পরিবার নিয়ে চম্পট দিয়েছেন আরতি ও তার পরিবার।