সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ নভেম্বর: বেসরকারি কারখানায় এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ধুলাপাড়া এলাকায়। মৃত ব্যাক্তির নাম রাজনিশ চৌহান(৫৫)। ওই কর্মীকে তার ভাড়া বাড়ির সামনের বারান্দায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ওই কর্মীর মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহর লাগোয়া দ্বারিকা শিল্প তালুকে একটি বেসরকারি স্টিল কারখানায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন উত্তরপ্রদেশের মহম্মদপুরের বাসিন্দা রাজনীশ চৌহান। তিনি বিষ্ণুপুর থানার কাছে ধূলাপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। বাড়ির মালিক জানিয়েছেন, প্রতিদিনের মতোই রবিবার রাতে কারখানার কাজ সেরে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করেন। সকালে বাড়ির বারান্দায় রাজনীশকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় বাড়ি মালিকের। তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন রাজনীশের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে মৃত্যু তা জানতে তদন্ত শুরু করে পুলিশ।
বাড়ির মালিক জানিয়েছেন, কয়েকদিন আগে রাজনীশের জ্বর হয়েছিল। অসুস্থতার কারণেই রাজনীশের মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।