কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: শীলাবতীর বাঁধ কেটে আন্ডারগ্রাউন্ড বাড়ি তৈরি করছে এক ব্যবসায়ী। ঘাটাল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে শিলাবতী নদীর পূর্ব পাড়ে একটি রেস্টুরেন্ট ব্যবসায়ী নদীর বাঁধ কেটে একটি ঘর বানাতে শুরু করেছেন।সাধারণ মানুষের সন্দেহ হওয়ায় তারা নিচে গিয়ে দেখে যে বিশাল আকারের ঘর তৈরি করছে নদীর বাঁধ কেটে। আতঙ্কিত হয়ে বাধ্য হয়ে রাস্তা আটকে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে।
গ্রামবাসীদের অভিযোগ, বন্যার সময় ওই জায়গা দিয়ে জল বেরোয়, রিংবাঁধ দিয়ে আটকানো হয় এরকম হলে সর্বনাশ হয়ে যাবে ৮২ মৌজায়। বর্ষাকালে ভাসবে আবার ঘাটাল। অবিলম্বে কাজ বন্ধ করে ব্যবসায়ীকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে। তারা আরও জানান, ঐ গর্ত জায়গাকে ভাল করে ফিলিং করে বন্ধ করতে হবে না হলে বিপদ ঘটবে বন্যার সময়। এর খেসারত দিতে হবে ঘাটালবাসীকে। পৌর চেয়ারম্যান বিভাস ঘোষ বলেন, এ বিষয়ে অামার কাছে কোনও খবর নেই।