আমাদের ভারত, হাওড়া, ২ জানুয়ারি: করোনা সংক্রমণ রুখতে এমাসেই রাজ্যে টিকাকরণ শুরু হবে। আর তার আগেই শনিবার রাজ্যের বেশ কয়েকটি জায়গায়
টিকাকরণের মহড়া শুরু হল। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি উলুবেড়িয়া পুরসভা এলাকায় টিকাকরণের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেল। শনিবার সকালে সেই প্রস্তুতি হিসাবে উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরে একটি বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে ২৬ সদস্যের একটি কমিটি তৈরী করা হয়।
উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, ২৬ জনের একটি কমিটিতে উলুবেড়িয়ার মহকুমাশাসক অরিন্দম বিশ্বাস, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস ছাড়াও পুরসভার প্রশাসক বোর্ডের একাধিক সদস্য, উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল, বাউড়িয়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার, একাধিক চিকিৎসক, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, রেড ক্রশ সোসাইটির প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিক্ত এবং সমাজসেবী আছেন। পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল, বাউড়িয়া স্টেট জেনারেল হাসপাতাল প্রস্তুত রাখার পাশাপাশি পুরসভার হেলথ ওয়াকার, আইসিডিএস কর্মী এবং সাফাই কর্মীদের নামের তালিকা জেলা স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে স্বাস্থ্য দফতর থেকে যেরকম নির্দেশ আসবে সেই অনুযায়ী কাজ হবে।
এই প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস জানান, ২৬ জনের কমিটির সদস্যরা আগামী বুধবার একটি বৈঠক করে সমস্ত বিষয়ে সমালোচনা করবে।