আমাদের ভারত, নদিয়া, ৬ মার্চ: মদ্যপান করে ১২ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে দুই যুবককে গ্রেফতার করলো শান্তিপুর থানার পুলিশ।
সূত্রের খবর, বুধবার রাতে শান্তিপুর থানার কন্দখোলা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে একটি বাইককে বেপরোয়া গতিতে আসতে দেখে দাঁড় করায় শান্তিপুর ট্রাফিক পুলিশ। অভিযোগ, পরে ট্রাফিক পুলিশ দেখেন মদ্যপান করে হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিল দুই যুবক। আর এর পরই ওই দু’জনকে গ্রেফতার করে শান্তিপুর পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট আদালতে তোলা হয়।