আমাদের ভারত, ১৩ এপ্রিল: “পূর্ববাংলায় বাঙালি মুসলমান, বাঙালি হিন্দুর উপর যে নির্যাতন করেছে তার তুলনা ইতিহাসে বিরল।” এক্স হ্যান্ডলে এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তৃণমূলের ডেয়ারি সেলের সভাপতি বলে পরিচয় দেওয়া শাহনাওয়াজ হোসেন এক্স হ্যান্ডলে লিখেছেন, “ইতিহাসকে বিকৃত করে মানুষে মানুষে বিভেদ করা, ভাইয়ে ভাইয়ের মনে ঘৃণার বীজ বপন করা, মিথ্যা কন্সপিরেসি চালিয়ে ধর্মের আবেগ দিয়ে দাঙ্গা ফ্যাসাদ লাগানোর প্রয়াস।
আমাদের সোনার বাংলায় কোনদিন বিভেদের রাজনীতির পশ্রয় নেই। বাংলার একটাই সুর- “এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান”।
প্রতিক্রিয়ায় শনিবার তথাগতবাবু লিখেছেন, “মিয়া কি যান না, না জেনেশুনে মিথ্যে কথা বলছ? মোটামুটি হিসাবে এক কোটি পঁচিশ লক্ষ হিন্দু বাস্তুচ্যুত হয়েছে, পঞ্চাশ হাজারের বেশি নিহত হয়েছে, আর হিন্দু মেয়েদের ধর্ষণ ও অপহরণের কোনো হিসেব নেই। তার মানে এই নয় যে আজকে পরস্পর দাঙ্গা করতে হবে। কিন্তু মেনে নিতে হবে যে দুই ধর্মাবলম্বীর পৃথিবীতে বেঁচে থাকার সমান অধিকার, তোমার কোরান-হাদিসে যাই লেখা থাকুক না কেন।
‘এক বৃন্তে দুটি কুসুম’ রোমান্টিক ভাবালুতা অথবা ভণ্ডামি, বাস্তবের সঙ্গে সম্পর্কহীন। বাস্তব হচ্ছে, বাঙালি হিন্দু ও মুসলমানের ধর্ম আলাদা, বেশভূষা আলাদা, সমাজব্যবস্থা আলাদা, রাজনীতি আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, মেয়েদের মর্যাদা আলাদা, বিশ্ববীক্ষা আলাদা।”