women, caning, কটুক্তির প্রতিবাদ করায় ক্যানিংয়ে আক্রান্ত দুই মহিলা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৭ নভেম্বর: রাস্তায় দাঁড়িয়ে তিন যুবক পথ চলতি দুই মহিলাকে কটুক্তি করে। তাঁদের সাথে খারাপ আচরণ করে। সেই ঘটনার প্রতিবাদ করলে ঐ দুই মহিলাকে বেধড়ক মারধর করার পাশাপাশি তাঁদের শ্লীলতাহানি করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত ফকির মোল্লা ও তার অনুগামীদের বিরুদ্ধে বুধবার রাতেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ দুই মহিলা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ক্যানিংয়ের কৃষ্ণকালী কলোনি এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

আক্রান্ত দুই মহিলার দাবি, তাঁরা রাত আটটা নাগাদ তম্বুলদহ অঞ্চল মোড় এলাকায় ওষুধ কিনতে যাচ্ছিলেন। সেই সময় তিনজন ছেলে রাস্তাতে দাঁড়িয়ে ছিলেন। তারমধ্যে একটি ছেলে ওই দুই মহিলাকে কটুক্তি ও বিশ্রী অঙ্গভঙ্গি করতে থাকে। তারই প্রতিবাদ করেছিলেন ঐ দুই মহিলা। প্রতিবাদ করতেই ফকির মোল্লা চড়াও হয় দুই মহিলার উপর। লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। দুই মহিলার চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। পালিয়ে যায় অভিযুক্তরা। দুই মহিলা ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *